সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, সেনা মোতায়েন

শনিবার, জুন ১৮, ২০২২,১১:০৯ অপরাহ্ণ
0
136

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সেনা মোতায়েন করা হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে। আইএসপিআর জানায়, সিলেটে সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার এবং ছাতক উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও, সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনের নিরাপত্তা বিধানে সেনা মোতায়েন করা হয়েছে।

এসব এলাকায় সেনা সদস্যরা পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া, বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধার করা লোকজনের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা দেওয়া, খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এবং সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহের কাজ করবেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে