[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিলেট বিভাগের চারটি জেলায় করোনা ভাইরাস মহামারীতে দুর্গত ও অসচ্ছল পরিবারের মাঝে সরকার মানবিক সহায়তা প্রদান হিসেবে ৪৭ হাজার ৮৫৬টি পরিবারের মধ্যে ২ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা বিতরণ করেছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৯৯৮টি দরিদ্র পরিবারকে নগদ ২৩ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা, হবিগঞ্জে ২ হাজার ২৫৬টি অসচ্ছল পরিবারকে ১১ লাখ ২৮ হাজার টাকা, সুনামগঞ্জের ২ হাজার পরিবারকে ২০ লাখ টাকা এবং মৌলভীবাজার জেলার ৩৮ হাজার ৬০০ পরিবারকে ১ কোটি ৯৩ লাখ টাকা বিতরণ করা হয়।
একই দিনে ময়নসিংহ বিভাগে করোনাকালীন দুর্যোগে ৮ লাখ ৬৭ হাজার ১২৮টি অসচ্ছল পরিবারকে ৩১ কোটি ২ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া শিশুখাদ্য ক্রয়ের জন্য ময়মনসিংহ মহানগর এলাকায় নগদ ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। জামালপুর জেলায় করোনা মোকাবিলায় দরিদ্র মানুষদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ১৫ কোটি ৪১ লাখ টাকা এবং ত্রাণ হিসেবে ৫ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়।