[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। আহত হয়েছে অন্তত ৫ জন এ ঘটনায়। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে উপজেলার সলঙ্গা থানার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাচিলা এলাকায়। প্রথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি নিহত মাইক্রোবাস চালকের।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, মুখোমুখি সংঘর্ষ হয় দুপুরে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস বাসের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে যাওয়া হাটিকুমরুলগামী মাইক্রোবাসের সাথে। এতে ১ জন নিহত ও ৫ জন আহত হয় ঘটনাস্থলেই। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের উদ্ধার করে।