সিরাজগঞ্জে কৃষকের আত্মহত্যা

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯,৯:৪২ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিরাজগঞ্জের শাহজাদপুরে আরিফ নামে এক কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত আরিফ উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ আঙ্গারু গ্রামের রজব প্রামানিকের ছেলে।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে আরিফ খাবার খেয়ে তার ঘরে যায়। এরপর দুপুরে পরিবারের লোকজন তার কোনো সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে আরিফ ঘরে ফাঁস নিয়ে ঝুলে আছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভাব অনটনের কারণে সে আত্মহত্যা করতে পারে। আরিফ কৃষি কাজ করত। স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে আরিফের। 

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, তিনি খবরটি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে