সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮, একজনের মৃত্যু

সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২০,৮:৩৩ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায়। এরইমধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম নূরজাহান (৬০)। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর।

এর আগে আজ সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গ্যাসের চুলা থেকে। এতে আটজন দগ্ধ হন। দগ্ধরা হলেন নুরজাহান , কীরণ (৪৩) হীরণ (২৫), তাঁর স্ত্রী মুক্তা (২০), মেয়ে লিমা (৩) এবং পরিবারের অন্য সদস্য আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)। এদের মধ্যে নূরজাহান মারা গেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। দগ্ধ বাকিদের মধ্যে কীরণ মিয়া, আবুল হোসেন ও কাওসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, ভোরে বাসার চার কক্ষে আগুন ছড়িয়ে পড়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে। এতে দগ্ধ হন একই পরিবারের আটজন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাদের উদ্ধার করে।

আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, চারটি কক্ষে গ্যাস জমে ছিল বাসায় গ্যাসের চুলা রাতভর চালু থাকায়। সকালে চারটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে চুলায় আগুন দেওয়ার সাথে সাথে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে