[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় রাষ্টীয় ভাবে ফ্রান্স সরকারকে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন বক্তারা। বুধবার সকাল ১০টায় ইসলামী আলোচক পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে উপজেলার
জামতলী বাজারে অনুষ্ঠিত ফ্রান্স বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তারা এই দাবি জানান।
বক্তারা এসময় ফ্রান্স সরকারের দুতাবাসসহ ফ্রান্সের সব ধরনের পণ্য বর্জনেরও দাবি করেন। ইসলামী আলোচক পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শাহ জামাল রাব্বানীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদের উপস্থাপনায় প্রতিাদ সমাবেশে বক্তব্য দেন, আলহাজ খলিলুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, আলহাজ আহসান হাবিব, মাওলানা আতিকুর রহমান সাদী, মুফতি ফিরোজ আল মাহমুদ, মাওলানা হেলাল উদ্দিন সহ অন্যান্য আলেম উলামাবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও প্রশাসন আমাদের সাথে একমত পোষণ করেছেন। তাই এই প্রতিবাদে কেউ বাধা দিলে তার আঙ্গুল ভেঙ্গে ফেলা হবে। আমাদের জান-মালের বিনিময় হলেও নবীর অপমান সহ্য করবো না। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মুফতি আলী হাসান। পরে জামতলী বাজারের বিভিন্ন মোড়ে ’বিশ্ব নবীর অপমান, মানবোনা মানবো না, বিশ্বের মুসলিম এক হও, আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মোস্তফাসহ বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করা হয়।