[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সিংড়া(নাটোর) সংবাদদাতা : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচী কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করে এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিংড়া পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন গোলি-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস মোঃ বেলায়াত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মুনির হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি,সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয়,স্বপন,হাকিম জয় সহ অন্যরা।