[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ কালে ভাতা ভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে আকতার হোসেন নামের একজনকে ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে বিভিন্ন ভাতা ভোগীদের অভিযোগের ভিত্তিতে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।
কারাদন্ড প্রাপ্ত আকতার হোসেন উপজেলা ৯নম্বর তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামের মো. এবারত আলীর ছেলে ও ব্যাংক এশিয়ার এজেন্ট বলে জানা গেছে।