[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার প্রথম ৫জন করোনা শনাক্ত এবং এর মধ্যে করোনা সংক্রমিত হয়ে নুর মোহাম্মদ(৬৫) নামে একজনের মৃত হওয়ার ঘটনায় পৌরসভা ও ১২টি ইউনিয়ন সহ সিংড়া উপজেলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। বুধবার সকালে এক গণবিঙ্গপ্তির মাধ্যমে লকডাউনের এই ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু।
নাটোর জেলা সিভিল সার্জন সুত্রে জানাযায়,গত মঙ্গলবার রাত ১০টায় নাটোর জেলায় প্রথম বারের মত ৮ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জনই সিংড়া উপজেলার এবং এই ৫ জনের নুর মোহাম্মদ(৬৫)নামের একজন করোনা সংক্রমিত হয়ে আগেই মৃত হয়েছে। করোনা উপর্সগ নিয়ে মৃতুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরে তাঁর নমুনায় নেগেটিভ পাওয়া যায়। করোনায় আক্রান্ত এই প্রথম সিংড়া উপজেলায় ১ জনের মৃত হলো। মৃত নুর মোহাম্মদ সিংড়া পৌর শহরের হাজিপুর মহল্লার বাসিন্দা। সিংড়া পৌর শহরে করোনা আক্রান্ত অন্য ৪ জন হলেন,সিংড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মী মোঃ মজির উদ্দিন মোল্লা (৫২), গোডাউন পাড়ার মোছাঃ সাথী খাতুন (২৯), কাটা পুকুরিয়া মহল্লার মোঃ সজল আলী (৩২) ও উত্তর দমদমার মোঃ সাগর হোসেন (২৪)।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু জানান, নাটোর জেলায় ৮ জন আক্রান্তের মধ্যে ৫জনই সিংড়ার হওয়ায় এই এলাকাটি ঝুকির্পুণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে।। তাছাড়া ঢাকা, নারায়নগঞ্জ,গাজীপুর ফেরত প্রচুর লোকজন সিংড়াতে অবস্থান করছে। এছাড়া সিংড়ার পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে পুরো উপজেলা ঝুঁকিতে রয়েছে। যার কারনে পুরো সিংড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।