[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৫ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপর সাড়ে ১২টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে ফ্রেন্ডস ফোরাম এই কর্মসূচী আয়োজন করেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সিংড়া উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবং সিংড়া প্রেসক্লাব সভাপতি মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি আকতার হোসেন অপূর্বর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ-সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ,আনন্দ টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি সৌরভ সোহরাব,হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধরণ সম্পাদক জাকারিয়া মাসুদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন,সিংড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা,হাফেজ মিজানুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম সুইট, কবি বাবুল হাসান বকুল সহ আরও অনেকে।
আলোচনা শেষে জাতীয় দৈনিক যায়যায়দিনের পত্রিকার ১৫ বছর পদার্পণ উপলক্ষে কেক কেটে পরিবেশন করা হয়।