[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিথি : নাটোরের সিংড়ার ৫নং চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষক সম্পাদক রুহুল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ এই মনোনয়ন ফরম জমা নেন। চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমানের ভাতিজা মোঃ হাবিবুর রহমান স্বপন এই প্রথম চেয়ারম্যান পদে মনোনয়ন প্রার্থী হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের পরিবারের সন্তান তরুন নেতা স্বপন মোল্লাকেই চামারী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে চাইছেন তার সর্মথকরা। মনোনয় প্রত্যাশী স্বপন মোল্লা বলেন,দল আমাকে মনোনয়ন দিলে চামারী ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। মানুষের পাশে থেকে সেবা করবো।