সিংড়ায় করোনা সংক্রমিত প্রথম মৃতকে দাফন করা হয় স্বাভাবিক নিয়মেই

বুধবার, এপ্রিল ২৯, ২০২০,৪:২৬ অপরাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ৫ জন করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে পৌর সভার হাজিপুর মহল্লার নুর মোহাম্মদ নামের ব্যক্তি ১ সপ্তাহ আগেই মারা যান। তাঁকে স্বাভাবিক নিয়মেই দাফন করা হয়।। মারা যান গত ২০এপ্রিল। উপজেলা প্রশাসন থেকে তার মারা যাওয়ার কারণ পরিবারের কাছে জানতে চাওয়া হলে বলা হয় স্ট্রোক করে মারা গেছে। দাফনের শেষ মুহুর্তে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এরপর গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জনের কাছে ৫৬বছর বয়সী নূর মোহাম্মাদের নমুনায় করোনা পজেটিভ এসেছে। আর স্বাভাবিক মৃত্যুর নিয়মেই সে সময় তাকে দাফন করা হয়েছে।

বিষয়টি জানার পর থেকে হতবাক হয়ে পড়েছেন সিংড়া উপজেলা প্রশাসন। সকালে মৃত নূর মোহাম্মাদের বাড়ি গিয়ে কারা কারা দাফন কার্য সম্পাদনের সময় ছিলেন তাদের খুঁজে বের করা হয়। এরপর মোট ২২জনের বাড়ি লক ডাউন ঘোষণা করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মো: সেলিম জানান, নূর মোহাম্মাদের শরীরে মৃত্যুর ১০/১৫আগে জ্বর এবং সর্দি ছিল। পরবর্তী সে সেরে যায়। যে দিন মারা যান তিনি, সে দিন জমি থেকে বাড়িতে আসার পরই হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। পরবর্তীতে স্বাভাবিক নিয়মে তাকে দাফন করা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে সে করোনা পজেটিভ। কি ভাবে সে আক্রান্ত হল, সেটা এলাকাবাসীর কাছে বোধগম্য নয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, স্থানীয় লোকজন ফোন করে নূর মোহাম্মাদের মৃত্যুর বিষয়টি জানান, পরবর্তীতে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানায়, সে স্টোক করে মারা গেছে। তারপরও আমরা দাফনের শেষ মুহুর্তে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করি। কিন্তু মঙ্গলবার রাতে সে নমুনার ফলাফল পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর হতবাক হয়েছি। সকালে নূর মোহাম্মাদের বাড়ি গিয়ে তাকে কারা কারা দাফন কার্য সম্পাদন করেছেন, সে সব বাড়ি খুঁজে বের করে মোট ২২জনের বাড়ি লক ডাউন এবং হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে