সিংড়ায় এই প্রথম ৫ জন করোনা শনাক্ত

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০,৫:৫১ অপরাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোর করোনা মুক্ত প্রধানমন্ত্রীর প্রশংসার একদিন পরেই নাটোরে করোনা রোগীর সন্ধান মিললো। এক জন দুই জন নয় ৮ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। গত ২২ ও ২৩ এপ্রিল সংগৃহিত নমুনায় এসব ধরা পরেছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন সার্জন ডাক্তার মিজানুর রহমান । আক্রান্তদের মধ্যে নাটোর সদর উপজেলার ছাতনী এলাকার ১ জন, গুরুদাশপুর উপজেলার নাজিরপুরের ২ জন ও সিংড়ায় ৫ জন।

আক্রান্তের মধ্যে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়ার স্টাফ নার্স ও টেকনিশিয়ান, এছাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ১ জন,২ নং ওয়ার্ডে ১ জন ও ১২ নং ওয়ার্ডে ১ জন মোট ৫জন রয়েছে বলে জানিয়েছেন সিংড়া েেপৗরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত নাটোর জেলায় ২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৪৪টি নেভেটিভ রিপোর্ট। বাঁকি ১৩৮টি নমুনার রিপোর্ট স্থগিত ছিল। এরমধ্যে ৮টি রিপোর্ট পজেটিভ এসেছে। গত ২২ ও ২৩তারিখের নমুনার বেশির ভাগ রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনাগুলো প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর অধিকতর পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকেই পজেটিভ রিপোর্ট এসেছে।

জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, পূর্নাঙ্গ নাম ঠিকানা না পাওয়া পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিতে পারছি না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে