সিংড়ায় অবসর প্রাপ্ত শিক্ষকের রমজান খাদ্য সহায়তা বিতরণ

শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০,৩:৩৫ অপরাহ্ণ
0
97

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ২ নঙ ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে অবসর প্রাপ্ত শিক্ষকের পক্ষে আসন্ন রমজান মাস উপলক্ষে অসহায়,দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক আলহাজ মাওলানা মোঃ জালাল উদ্দিনের পক্ষে তাঁর নিজ গ্রাম বড় আদিমপুর গ্রামের অসহায়,দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার সকালে এই খাদ্য সহায়তা পৌছে দেন বিয়াশ দিঘী পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সায়েম ও বিলপাকুড়িয়া উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ সিহাব উদ্দিন। এসব খাদ্য সহায়তা প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সরিষার তেল,১ কেজি আলু,আধা কেজি করে পিয়াজ ও ডাল।
খাদ্য সহায়তা বিতরণ শেষে সহকারী শিক্ষক মোঃ সিহাব উদ্দিন জানান, রমজান মাস উপলক্ষে এই খাদ্য সহায়তা বড় আদিমপুর গ্রামের পাশের বিয়াশ গ্রামের কয়েকটি পাড়ার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝেও বিতরণ করা হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে