সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১,২:০৫ অপরাহ্ণ
0
66

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব, সিংড়া প্রতিনিধি :নাটোরের সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক, শিক্ষার্থীর মা মোছাঃ সুইটি খাতুন, রেহেনা খাতুন, আতিয়া বেগম সহ আরও অনেকে।

বক্তারা বলেন, করোনাকালীণ ১৮ মাস সময়ে আমাদের ছেলে মেয়েদের যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে আমাদের সন্তানদের আগামী নতুন বছরে নিয়মিত স্কুলে পাঠানোর পাশাপাশি বাড়িতে পড়াশোনার প্রতি আগের চেয়ে অনেক বেশি যত্নবান ও সচেতন হতে হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে