[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের সভাপতি খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক, অভিভাবক হিরা খাতুন, ফ্যামিলি বেগম, রেহেনা খাতুন প্রমুখ।
সমাাবেশে বক্তারা বলেন, মহামারী করোনার কারনে দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকায় কোমল মতি শিক্ষার্থীদের অপুরনীয় ক্ষতি হয়েছে যা পুরন করাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। নতুন বছরে ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে আসা এবং বাড়িতে পড়া লেখার প্রতি আরও বেশি যত্নবান হওয়ার জন্য উপস্থিত সকল মায়েদেরকে আহবায়ন জানান বক্তারা।
এছাড়া শিক্ষার্থীদের জন্ম সনদ, মোবাইল ব্যাংকিং সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় সমাবেশে।