সাহারা খাতুনের মৃত্যুতে মহিলা পরিষদের শোক

শনিবার, জুলাই ১১, ২০২০,৫:২৪ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক শোক বিবৃতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দক্ষ রাজনীতিবিদ অ্যাড. সাহারা খাতুনের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য, দক্ষ, অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যাড. সাহারা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত। তিনি গতকাল ব্যাংককে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন তৃণমূল থেকে শুরু করে রাজনীতির শীর্ষ পর্যায়ে আসা এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। একজন মাঠকর্মী হিসেবে রাজপথে তাঁর দীর্ঘ আন্দোলন তাঁকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে উচ্চ আসনে উন্নীত করেছে।

অ্যাড. সাহারা খাতুন বাংলাদেশ মহিলা পরিষদের শুভাকাঙ্ক্ষী এবং সুহৃদ ছিলেন।

আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে