সালমান ভাইজানের ‘মুন্না বদনাম হুয়ি’

শুক্রবার, মে ১০, ২০১৯,৯:১০ পূর্বাহ্ণ
0
75

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বেশ পরিচিতি পেয়েছিল ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হুয়ি’ আইটেম গানটি । সালমান খানের ভাবি মালাইকা আরোরা গানটিতে নেচেছিলেন । ‘দাবাং টু’র একটি আইটেম গানেও নেচেছিলেন মালাইকা। বর্তমানে মধ্য প্রদেশে শুটিং চলছে ‘দাবাং থ্রি’ ছবির। এতেও একটি আইটেম গান আছে।

তবে মুন্নি বদনামের বদলে এবার বদনামের দায় নিজের কাঁধে তুলে নিচ্ছেন সালমান। কারণ গানের শিরোনামই রাখা হয়েছে ‘মুন্না বদনাম হুয়ি’। সালমান নিজেই এ আইটেম গানে নাচবেন । মূল গানের আদলে করা হলেও গানের কথায়ও পরিবর্তন আনা হচ্ছে। ‘দাবাং থ্রি’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে আছেন সোনাক্ষী সিনহা। আগের দুটি সিনেমাতেও নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ২০ ডিসেম্বর । প্রভু দেবার পরিচালনায় ‘দাবাং থ্রি’ ছবিতে আরও অভিনয় করেছেন আরবাজ খান ও ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সুদীপ।

সূত্র: এনডিটিভি

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে