সালথায় ১ কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার, জুলাই ২২, ২০১৯,৭:৩৭ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ফরিদপুরের সালথায় পুলিশ করেছে  জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষকের ঝুলন্ত লাশ । আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জালালপুর বনগ্রাম মাঠের একটি পুকুর পাড়ে নিমগাছ থেকে উদ্ধার করে তার লাশ । জাহাঙ্গীর হোসেন (৩৩) ওই ইউনিয়নের বড়দিয়া গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সোমবার সকালে জালালপুর বনগ্রাম মাঠে কৃষকরা পাট কাটতে গিয়ে পুকুরপাড়ে নিমগাছের সাথে জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে  খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে গামছা দিয়ে গলা পেঁচানো জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। জাহাঙ্গীরের স্ত্রী রুমা বেগম বিদেশে থাকেন।  দুটি কন্যাসন্তান রয়েছে তার। নানা বাড়িতে থাকে সন্তানেরা । 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে