সার্ক রাষ্ট্রপ্রধানদের টেলিকনফারেন্স ইতিবাচক পদক্ষেপ : ওয়ার্কার্স পার্টি

বুধবার, মার্চ ১৮, ২০২০,১১:৩২ পূর্বাহ্ণ
0
77

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গত ১৫ মার্চ বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রী উদ্যোগে আয়োজিত করোনা ঝুঁকি মোকাবেলা বিষয়ে সার্ক রাষ্টসমূহের প্রধানদের ‘টেলি কনফারেন্সকে’ ইতিবাচক বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর ‘করোনা ভাইরাস’ মোকাবেলায় বিশেষ তহবীল গঠনের যে প্রস্তাব দিয়েছেন সেটা সময়োচিত ও প্রসংশার দাবীদার। এ উদ্যোগের মাধ্যমে শুধু ‘করোনা ভাইরাস’ নয়, সার্কভূক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের যে ছেদ পড়েছিল তারও অবসান হয়েছে বলে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন। আগামী দিনে প্রতিবেশী দেশগুলো পারস্পারিক সম্পর্ক উন্নয়নে সার্ককে কার্যকর ফোরাম হিসেবে গড়ে তুলবে। করেনা ভাইরাসের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকটের অশনি সংকেত দেখা দেয়ার সম্ভবনা তৈরী হয়েছে তা মোকাবেলায় সার্ক কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে