সারাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতায় মহিলা পরিষদের উদ্বেগ প্রকাশ

শনিবার, এপ্রিল ২৫, ২০২০,৪:৫৯ অপরাহ্ণ
0
179

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে, গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যা এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি গ্রামের এক প্রবাসির স্ত্রীর লাশ উদ্ধার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের সনাক্তকরণপূর্বক দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়ে ।

বিবৃতিতে তারা বলেন, ২৪.০৪.২০২০ ইং তারিখ দৈনিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে, গত ২৩ এপ্রিল ২০২০ তারিখ বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার গোড়াবাড়ি গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী স্মৃতি আক্তার পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার আবদার গ্রামে জমি কিনে বাড়ি করেছিলেন। কাজলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে-কে নিয়ে সেই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করছিলেন। প্রবাসীর ছোট ভাই  তাদের পাশের বাসায়  থাকায় দুপুর ১২টার দিকে ডেকে সাড়া না পেয়ে স্থানীয়দের জানালে প্রতিবেশী এক যুবক মই বেয়ে দোতলায় উঠলে তিনি ঘরের মেঝেতে বিবস্ত্র অবস্থায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

গত ২২.০৪.২০২০ তারিখ বুধবার দিবাগত রাত সাড়ে ১০টারদিকে সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গি মহল্লার পান বিক্রেতা শাহজাহানের পুত্র কোহিনুর ইসলাম (১৮) ও তার অপর সহযোগি একই মহল্লার পলাশের পুত্র রুপমকে (১০) নিয়ে মালয়েশিয়া প্রবাসী আলামিনের স্ত্রীর সাথে দেখা করে।এ সময় শ্বশুর-শাশুড়ি বিষয়টি জানতে পারলে গত ২৩.০৪.২০২০ তারিখ বৃহস্পতিবার গৃহবধূ লজ্জা-অপমান সহ্য না করতে পেরে  গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বিবৃতিতে তারা আরো বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতেও সারাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বিগ্ন। গৃহবধূর আত্মহনন ও নৃশংস হত্যার সাথে জড়িতদের সনাক্তকরণপূর্বক দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরণের ঘটনায় আশু কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে। একইসাথে ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধে সকলকে বিশেষভাবে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে