সামাজিক নিরাপত্তাকে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে : চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০,৮:৩০ অপরাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সরকার সামাজিক নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গরিব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগীদের মাঝে বিভিন্ন ভাতা বিতরণ করছে, যাতে তারা মূল স্রোতধারায় যুক্ত হতে পারে।

         গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউশনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থাকে এককালীন অনুদান এবং গরিব দুস্থ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

          মন্ত্রী বলেন, সরকার গরিব-অসহায়দের কথা চিন্তা করে ভাতা বিতরণ করছে। বর্তমান করোনা মহামারীর সময়েও সরকার গরিব, অসহায় ও দুস্থদের কথা চিন্তা করে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে, যাতে তাদের কোনো কষ্ট না হয়। সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা চালু করেছে বলে তিনি জানান।

          এ সময় জেলার ৫১৫ টি গরিব, অসহায় ও দুস্থ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ৯টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ১ জন মেধাবী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ও একজন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

          বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরওয়ার ও সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মিলটন মুহুরী উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে