সাভারে ১ কোটি জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ৩

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৯,৭:৩০ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সাভারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জাল টাকার নোটসহ ৩ জনকে আটক করেছে। জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা আশুলিয়ার নবীনগরে র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আশুলিয়ার কুটুরিয়া আমতলা এলাকায় জাল টাকা লেনদেন হবে-এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১ কোটি টাকার মতো জাল নোটসহ মো. সেকেন্দার নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সোবাহানবাগ এলাকা থেকে চক্রের সদস্য নাহিদ ও রাজাশন থেকে রেজাউল করিম নামে আরো দুইজনকে আটক করা হয়। এ সময় রেজাউলের বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে