[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাভারে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। আবু তালেব (৪৫) নামের ওই ব্যক্তি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। শুক্রবার রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। আবু তালেব সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর এএসপি সাগর দীপা বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করে আবু তালেবের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাতে সাভার থানায় মামলা করে আবু তালেবকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।