[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত ১৯ জুন আইসিইউয়ে স্থানান্তর করা হয় তাঁকে। কিন্তু শারীরিক পরিস্থিতির আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৬ জুলাই তাঁকে ব্যাংককে নেওয়া হয়। ভর্তি করা হয় বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানেই গত রাতে মৃত্যু হয় তাঁর।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন। শেখ হাসিনার ২০০৯ সালের সরকারে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। পরে দায়িত্ব পালন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে।