[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে। মূলত বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আজ সকালে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে তাঁর করোনা টেস্টে নেগেটিভ এসেছে বলে জানান তিনি।
এর আগে জ্বর, অ্যালার্জিসহ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিবাগত রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


























