[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশে আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের এ সাফল্যে দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের এ অনন্য সন্ধিক্ষণে এবং বিজয়ের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করি ভবিষ্যতে এ জয়ের ধারা অব্যাহত থাকবে। আমি দলের সবার মঙ্গল কামনা করছি।