[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কাঠবিড়ালি সচরাচর চঞ্চল স্বভাবের হলেও কিন্তু বেশ আদুরে প্রাণী। প্রাণীটিকে সামনের দু’হাত তুলে মুখে ধরে খাবার খেতে দেখা যায় । তবে এবার কাঠবিড়ালিকে সাপ খেতে দেখা গেছে ।
সাপ চিবিয়ে খাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে। চোখ কপালে উঠছে নেটিজেনদের। কারণ, এতদিন সবাই জানতেন সাপ আর কাঠবিড়ালির মধ্যে যুদ্ধ বাঁধলে অবশ্যই জিতবে বিষধর প্রাণীটি। প্রাণ যাবে নিরীহ কাঠবিড়ালির।
কিন্তু জানা ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করল যুক্তরাষ্ট্রের গুয়েদালুপে মাউন্টেন ন্যাশনাল পার্কে তাকা প্রাণীটি। চেহারা দেখে একে মোটেও নিরীহ ভাববেন না। কারণ, সাধারণত ফল, শাক-সবজি, বাদাম খেয়ে থাকলেও খুব ক্ষিদে পেলে এই বিশেষ প্রজাতির কাঠবিড়ালি কিন্তু পাখির ডিম, টিকটিকি, সাপ খেয়ে পেট ভরায় অনায়াসে।
ওই ভিডিওতেই দেখা যায়, দু’হাতে প্রায় দু’হাত লম্বা সাপটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আরাম করে! সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন জাতীয় পার্কের কর্মীরাই।
অনেকেই মজা করে বলছেন, সাপ খাচ্ছে রামচন্দ্রের সেতুবন্ধনের সময়ের বন্ধু! এবার তো কাঠবিড়ালিকেও দেখছি ভয় পেতে হবে!