[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সারাদেশে ছেলেধরা আতঙ্কে নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ক্রমশ হ্রাস পাচ্ছে শিশু শিক্ষার্থীর সংখ্যা ।
খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছু দিন পূর্বে দেশের বৃহৎ পদ্মা
সেতুতে মাথা লাগবে-সারা দেশে এ গুজব ছড়িয়ে পড়ে। সেই থেকে দেশের বিভিন্ন স্থানে
ছেলেধরা সন্দেহে বেশ
কয়েকজন নারী-পুরুষ গনপিটুনিতে মারাও যায়। সম্প্রতি উপজেলার কলমুডাঙ্গা গ্রামে সন্ধ্যা
বেলায় পার্শ্ববর্তী গ্রামের এক মানষিক ভারসাম্যহীন(অর্ধপাগল) ব্যক্তিকে ছেলে ধরা
মনে করে জগনগ গনপিটুনি দেয় ।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মারত্মক আহত অবস্থায় । বর্তমানে ছেলে ধরা আতঙ্ক
(গুজব)দেশের সব স্থানে জোরালভাবে পৌঁছানোর কারণে উপজেলার পিছলডাঙ্গা, কলমুডাঙ্গা,
গোয়ালা, বৈদ্যপুর, বাহাপুর, খেড়ুন্দা, শিরন্টি, গোপালপুরসহ প্রায় সকল প্রাথমিক
বিদ্যালয়গুলোতে শিশু শ্রেণি হতে-তৃতীয় শ্রেণি পর্যন্ত সকল ক্লাশে শিক্ষার্থীর
সংখ্যা ৫০% এর নিচে নেমে এসেছে। অচিরেই এ আতঙ্ক কেটে উঠতে না পারলে বিদ্যালয়গুলোতে
অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়তে পারে বলে উপজেলার শিক্ষানুরাগী মহল ধারণা করছে ।
এ বিষয়ে উপজেলার বিভিন্ন গ্রামের আজিমুদ্দীন, আব্দুল করিম, আব্দুস সালামসহ একাধিক
অভিভাবকদের সাথে কথা হলে তারা জানান, গুজবটি এলাকায় যে ভাবে ছড়িয়ে পড়েছে তাতে
আমাদেরও ভয় হচ্ছে ছেলে মেয়েকে কাছ ছাড়া করতে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলমের সাথে কথা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সকল শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে বলেন, নিছক গুজব ছাড়া আর কিছু নয় বিষয়টি । জনগনের মাঝে গণসচেতনতা বৃদ্ধি পেলেই কেটে যাবে এই গুজব আতঙ্ক। এছাড়া অপরিচিত কোনো ব্যক্তিকে ছেলেধরা সন্দেহ হলে কোনো বিশৃঙ্খলা না ঘটিয়ে তার বিষয়ে স্থানীয় থানায় সংবাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।





























