[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশের বড় ঈদ জামাতগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে বড় বড় জামাতে সাদা পোশাক, ইউনিফর্ম ও ছদ্মবেশে ।
আজ রবিবার দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে সুবিধাবঞ্চিত মানুষদের ঈদসামগ্রী বিতরণ শেষে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইসলামকে কালিমাযুক্ত করতে চায় তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর।
তিনি বলেন, যারা মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের শিগগিরই শনাক্ত করে ধরা হবে। তাদের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।
মন্ত্রী আর জানান, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাত আয়োজন করে তাহলে তাদেরও নিরাপত্তা দেওয়া হবে ।