সাদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সোমবার, জানুয়ারি ৩, ২০২২,১২:৪১ অপরাহ্ণ
0
43

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

“সহানুভূতির উষ্ণতায় জেগে উঠুক মানবতা” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে সার্দান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে আলামিন ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্তদের হাতে এসব বস্ত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।

এমন মহতী উদ্যোগের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগ ও এলামনাই এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান  উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে