[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
১ মে বিকেল নগরীর টাইগারপাস্থ মেয়র দপ্তরে সাগর স্কীণ প্রিন্টার্স লি. এর পক্ষ থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের তহবিলে ১ শত প্যাকেট ভোগ্যপন্য উপহসার সামগ্রী প্রদান করেছেন। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, সাবান, তেল ইত্যাদি। এছাড়াও তারা হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, হ্যান্ডগ্লাভস্ ও ফেইস শীল্ডও মেয়রকে উপহার দেন।
এসময় প্রতিষ্ঠানের এ আর এম আরমান গণি, সুমন চৌধুরী, গৌতম হাজারী, জুয়েল সাহা, সৌরেন চৌধুরী উপস্থিত ছিলেন।
মেয়র তাদের এই উপহার সামগ্রী গ্রহণ করেন এবং ধন্যবাদ জানিয়ে বলেন, এখনই সময় আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার। যার যতটুকু সামর্থ রয়েছে তা দিয়ে যদি আমরা সমন্বিতভাবে অসহায়দের পাশে এসে দাড়াই তাহলে আমরা অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে উঠতে পারবো।