সাংস্কৃতিক ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০,১২:২৪ পূর্বাহ্ণ
0
32

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

‘সাহিত্য বা সাংস্কৃতিক ধারার মানুষগুলােই কেবল পৃথিবীতে শান্তি আনতে পারে’ এ শ্লোগান মাথায় রেখে প্রচলিত প্রথার রাজনীতির বিপরীতে বিশ্বাসী মানুষদের জন্য আজ বুধবার ২রা সেপ্টেম্বর ২০২০ সকাল ১১.৩০ মি, মাওলানা আকরাম খা হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা এক সাংবাদিক সম্মেলনের ভেতর দিয়ে সাংস্কৃতিক ধারার রাজনৈতিক দল মফস্বল গণতান্ত্রিক জনতা (মগজ) এর আত্মপ্রকাশ ঘটে।

রাষ্ট্র পরিচালনার এ নতুন পদ্ধতি তারমানে Cultural Method ওপর দীর্ঘায়িত বক্তৃতা রাখেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুকুল পাহাড়ী। তিনি বলেন, বাংলাদেশ থেকে পৃথিবীর সকল রাজনীতিবিদদের জানিয়ে দিতে চাই, সাংস্কৃতিক মতবাদের’ (Culturalism) কল্পনা বা ধারনা (সমাজ পরিবর্তনের, অর্থনীতির) এই প্রথম। তবে তিনি উল্লেখ করেন আজ থেকে ১০০ বছর আগে লেলিন ও মাও সেতুং রাজনীতিতে সংস্কৃতিকে যুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু Cultural Method দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যায় একথা কল্পনাও করেননি। এবং এ মতবাদের ভেতর দিয়ে পৃথিবীর মানুষকে তিনি নতুন সমাজে প্রবেশ করাতে চান যা অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের দিক নির্দেশ করবে।

তিনি প্রচলিত রাজনীতির সমালােচনা করে বলেন, এটা সত্য যে গণতন্ত্র ও সমাজতন্ত্রের মানুষদের প্রতি সাধারণ মানুষের চিন্তা ভাবনা এখন বিরক্তিকর এবং বিতশ্রদ্ধার মাত্রা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ধর্মীও দৃষ্টি ভঙ্গির রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নাই বললেই চলে। তাহলে সামনে রয়ে গেল একটিই মাত্র পথ ‘সাংস্কৃতিক মতবাদ। তিনি আরও বলেন আমি বিশ্বাস করি সময় খুব কাছে রাজনৈতিক মতবাদ আর সাংস্কৃতিক মতবাদের ভেতর সমন্বয় সাধন করে রাষ্ট্র পরিচালনার কৌশল বা নীতি নির্ধারণ করা এখন সময়ের ব্যাপার মাত্র।

তবে ৩টি বিষয়ের প্রতি তিনি বেশি জোর দেন :
১। লেখাকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে আর লেখক হবে প্রথম শ্রেণির নাগরিক

২। রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় জ্ঞানী মুক্তচিন্তার মানুষদের সুযােগ করে দিতে হবে।

৩। রাষ্ট্রিয়ভাবে মানুষের আয় সীমানা নিশ্চিত করতে হবে।

পরিশেষে ছােট ১টি আহবায়ক কমিটির ভেতর দিয়ে সমাপ্তি ঘােষণা করেন। আহবায়ক কবি মুকুল পাহাড়ী, সদস্যগণ : নাজমা চৌধুরী, আব্দুল গফুর, জহিরুল ইসলাম সুহাদ, মিমি আরজুমান, দেবজ্যোতি মুখার্জী, মেরিনা লায়লা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে