সাংসদ হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা মারা গেছেন

সোমবার, নভেম্বর ৩০, ২০২০,১১:১১ অপরাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত রাত ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম।

তিনি জানান, গুলশান আরা সেলিম  ব্রেইন স্ট্রোকের রোগী ছিলেন। তিনি দেড় বছর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত তিন মাস আগে তাকে দেশে আনা হয়। এই তিন মাস তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে