[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ ১৯ জুলাই সাংবাদিক ও ভাষা সৈনিক মীজানুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের স্মরণে ঢাকা ও গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল এবং ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সাংবাদিক মিজানুর রহমান স্মৃতি পরিষদ আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাবের মসজিদে ও পারিবারিকভাবে পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ২০০৩ সালের ১৯ জুলাই মীজানুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাণিজ্যিক সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকের চীফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের (বিপিআই) প্রধান সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে থেকে দেশসেবায় কল্যাণমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকা কলেজে ছাত্র থাকাকালীন ঢাকা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।