সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি

শনিবার, মে ২, ২০২০,৯:১৪ পূর্বাহ্ণ
0
12

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে করোনা সংক্রমণে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী ও ছেলের শরীরেও। হোম কোয়ারেন্টিনে ছিলেন তাঁরা হুমায়ুন কবিরের মৃত্যুর পর।

বিষয়টি নিশ্চিত করেছেন খোকনের স্ত্রী। তিনি জানান, গতকাল শুক্রবার (১ মে) রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, নমুনা পরীক্ষায় তাঁদের দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় থাকলেও এখন হাসপাতালে যেতে হচ্ছে তাঁদেরকে। তিনি আরো জানান, খোকনের মৃত্যুর দিনই তাঁদের নমুনা সংগ্রহ করা হয় এবং গতরাতে হাসপাতাল থেকে রিপোর্টে পজিটিভ আসার বিষয়টি  জানানো হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে