সশস্ত্র বাহিনীকে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চেওয়ার নির্দেশ রোহানির

শনিবার, জানুয়ারি ১৮, ২০২০,৯:৪২ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

উত্তেজনার মুহূর্তে ভুল করে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক বিক্ষোভ চলছে তেহরানে। এ ঘটনার জেরে নজিরবিহীন চাপে পড়েছে ইরান সরকার। এর আগেই ভুল স্বীকার করে যে কোনো সাজা মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিমান বাহিনীর প্রধান। এবার সশস্ত্র বাহিনীকে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইতে বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি।

রোহানি আরো বলেছেন, আমাদের দেশের জনগণ এটা নিশ্চিত করতে চায় যে, সরকার যেন তাদের সঙ্গে আন্তরিকতা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সেজন্য সশস্ত্র বাহিনীকে ওই ঘটনায় ক্ষমা চেয়ে প্রকৃত ঘটনা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন রোহানি। তিনি এর আগেই জনগণকে বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে