সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই ওসি মোয়াজ্জেমকে ধরতে : ওবায়দুল কাদের

সোমবার, জুন ১০, ২০১৯,১১:৫১ পূর্বাহ্ণ
0
25

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে খুঁজে বের করা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার দুর্বলতা নেই । ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলার আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোয় অভিযোগে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ।

রাজনৈতিক কোনো প্রভাব কাজ করেছে কি না মোয়াজ্জেমের গ্রেপ্তার না হওয়ার পেছনে – সেই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমার তা মনে হয় না। এ বিষয়টা নিয়ে সরকার কঠোর অবস্থানে এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুব সিরিয়াস। সোনাগাজী আওয়ামী লীগের প্রেসিডেন্ট এ মামলায় কারাগারে আছে, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার গাফিলতি, কোনো প্রকার দুর্বলতা নেই।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, খুব শিগগিরই হয়ত শুনবেন (ওসি মোয়াজ্জেম) ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে