[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন সাধারণ মানুষের হয়রানী এড়াতে ক্যাসিনো বিরোধী অভিযান পরিচালনার দায়িত্ব কেবল র্যাবকে দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, সম্রাট গ্রেফতার কিনা তা দ্রুতই জানা যাবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, সম্রাট হোক আর যেই হোক অপরাধ করলে আমরা তাকে আইনের আওতায় নেব। যেহেতু অভিযানটি র্যাব শুরু করেছে, তাই ক্যাসিনো অভিযান র্যাবই করবে। এর আওতায় এনে অযথা তথ্য ছাড়া কাউকে যেন বিরক্ত করা না হয়।
তিনি বলেন, আপনাদের আমরা সবসময় সঠিক তথ্যটাই দিয়ে থাকি। চলমান যে অভিযান এটাকে আমি অভিযান বলব না, এটা সবসময় হয়ে থাকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে গেছে তার মূল কারণ হলো, সামনে কি আসবে সেটা নিয়ে চিন্তা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ কারণে তিনি দেশকে একটা পর্যায় নিয়ে গিয়েছেন। সেটা কিভাবে টেকসই উন্নয়নে রূপান্তরিত করা যায় সে জন্য প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন এবং সবাইকে আইন মেনে চলতে বলেছেন।