সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে: কাদের

রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯,৭:২৪ পূর্বাহ্ণ
0
45
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সম্মেলনের মাধ্যমে নবীন প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হচ্ছে বলেও জানান তিনি। রোববার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ কমিটির সভায় তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তিনি বলেন, আমাদের সম্মেলনটি একটি ঐতিহাসিক সম্মেলন হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের সদস্যরা আসবেন। সবই একটি সুন্দর সম্মেলন উপভোগ করবেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেতৃত্বকে এনার্জি এবং এক্সপেরিয়েন্সের সমন্বয়ে নতুন মডেলে ঢেলে সাজাতে চাই। এটাই আমাদের নেত্রীর নির্দেশনা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে