[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে।
আজ রবিবার (৭ জুন) দুপুরে বান্দরবান থেকে ঢাকায় আনা হয় বীর বাহাদুরকে। বেলা ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে গতকাল শনিবার (৬ জুন) বীর বাহাদুরের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায়। জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেওয়ার কারণে ৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।