[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জেবিন আক্তার
রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক,
আত্মার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক
এ যেন এক
অদৃশ্য বিনি শুতায় গাঁথা
মায়ার বাঁধন!
সবার অগোচরে বিচ্ছিন্ন হয়
সুদৃঢ় বন্ধন ।
কেউ চলে যায় না ফেরার দেশে
কেউবা ভুল বুঝে!
কেউবা প্রবঞ্চনা করে!
তবে মিছে কেন এত মায়া ! এত ভালোবাসা !
অস্থির চিত্ত! শূন্য হৃদয়!
মনোজগৎ হয় বিষাদময়!
স্বস্তি নেই কিছুতেই !
এ কেমন ধারা
বহিছে ধরণীতে?