[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট শেখ রেহানা সমবেদনা জানিয়েছেন।
এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া । তিনি বলেন, সুলতানা কামালের স্বামী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে লন্ডন থেকে সুলতানা কামালের সঙ্গে টেলিফোন করে কথা বলেন। এ সময় তার সঙ্গে কথা বলেছেন শেখ রেহানাও।
সোমবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আয়কর আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী মারা যান।