সবারই নজর কেড়েছে সাহা পাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত পূজা মণ্ডপ

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০১৯,৫:১৯ অপরাহ্ণ
0
866

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

মো. বদরুল আলম, রিপোর্টারঃ কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বিভিন্নস্থানে প্রতিবারের মত এবারেও অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী দূর্গা পূজা। এবছর প্রায় ৪৪ টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছে দূর্গা পূজা। তবে দৃষ্টি নন্দন সাজসজ্জা ও প্রতিমা স্থাপনের মাধ্যমে সবারই নজর কেড়েছে সাহা পাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত পূজা মণ্ডপ। বিভিন্ন স্থান থেকে দূর্গা পূজা পালন করতে আসা হিন্দু ধর্মাবলম্বীরা জানান, ‘সাহা পাড়া যুব সংঘের উদ্যোগে পূজা মণ্ডপটি খুবই আকর্ষণীয় ও সুন্দর সাজসজ্জা করা হয়েছে। প্রতি বছরই আমরা চাই মণ্ডপটি যাতে এমন আকর্ষণীয় হয়’

সাহা পাড়া যুব সংঘের সভাপতি জনাব বাবুজিৎ সাহা বলেন, ‘দুর্গা মায়ের মন জয় করার জন্যই প্রতিবছরই সুন্দর আয়োজন করার চেষ্টা করি আমরা। মা যাতে আমাদের সবার দুঃখ কষ্ট দুর করে সেটাই মায়ের কাছে প্রার্থনা। মায়ের আশীর্বাদ এবং সবার সহযোগিতা ও পরিশ্রমের কারনেই হয়তো সবার নিকট আকষর্ণীয় মনে হয় এই মণ্ডপটিকে।’
তিনি আরো বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে সেজন্য স্থানীয় প্রশাসনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই’
এদিকে আজ দূর্গা পূজার শুভ দশমী। দূর্গা পূজার সকল কার্যক্রম শেষ করে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে