সন্ধ্যা নদীর ভাঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৯,৯:২১ পূর্বাহ্ণ
0
179

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

“৫০ বছর ধরে এই এলাকায় নদী ভাঙ্গন চলছে। এখানেই আমার জন্ম। আমাদের আদি ভিটাবাড়ী ৫ বার নদী ভাঙ্গনের কবলে পড়েছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের কষ্ট কতটা তা আমি নিজে উপলব্ধি করতে পারি।” সন্ধ্যা নদীর তীরে নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের সময় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান কবি সেলিনা আক্তার এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান কবি সেলিনা আক্তারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীর তীরে নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, চাখার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, আসুরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা বিশ্বাস, স্থানীয় মহিলা মেম্বর সাহিদা রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল শীল প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

কবি সেলিনা আক্তার আরো বলেন, আমার এলাকার সাধারণ মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভবিষ্যতে আপনারা পাশে থাকলে আমি আমার সাধ্যমত আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য আমার সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করব।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে