[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সন্তানের হাতে স্মার্টফোন নয়, বই তুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
মন্ত্রী গতকাল রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে গ্রন্থমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জীবন গড়তে ও জীবন সংগ্রামে জয়ী হতে বই হচ্ছে শ্রেষ্ঠ বাহন। বই মানুষকে প্রজ্ঞার আলোয় আলোকিত করে, শ্রেষ্ঠ বন্ধুর মতো সঠিক পথের সন্ধান দেয়।
শিবু কান্তি দাশের ‘আমার বঙ্গবন্ধু, আমার স্বাধীনতা’ কবি মোহাম্মদ হোসেনের ‘মৃত্তিকা থেকে আকাশ ছুঁয়েছে যে প্রাণ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ইমরান আকন্দের ‘বিপ্লবী নূর হোসেন’ গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তথ্যমন্ত্রীর সাথে যোগ দেন সাবেক সাংসদ ও কবি কাজী রোজী, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কবি আসলাম সানী, ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ।
একুশে গ্রন্থমেলায় ব্যাপক প্রাণসঞ্চার বিষয়ে মন্ত্রী ড. হাছান বলেন, ‘বইমেলা ক্রমশ বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠেছে যা আমাদের মানুষের গ্রন্থপ্রীতিরই পরিচয় বহন করে।’