[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সাংবাদিক প্রবেশের বিষয়ে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অফিস আদেশ এখনো জারি করেনি। তবে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে নিরাপত্তাকর্মীরা বাধা দেন সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে চাইলে। তারা বলছেন, সচিবালয়ে সরকারি কর্মচারী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। তারা জানান ,যদি কোনো মন্ত্রণালয়ের নির্দিষ্ট সংবাদ সম্মেলন থাকে তবে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে।
সচিবালয় নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সার্বিক নিরাপত্তার (করোনাভাইরাস) স্বার্থে কোনো মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট কোনো প্রোগ্রাম না থাকলে সাংবাদিকদের প্রবেশ সংকুচিত করা হয়েছে। গতকালই এরকম একটি মৌখিক আদেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। গেইটের নিরাপত্তাকর্মীরা সেটাই অনুসরণ করছেন। এ ব্যাপারে কেউ নাম প্রকাশ করে মন্তব্য করতে চাচ্ছেন না অফিসিয়াল আদেশ না হওয়ায়।