সকালে ঢাকায় হঠাৎ বৃষ্টি

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০,৪:২২ পূর্বাহ্ণ
0
121

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাত থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভোর হতেই মেঘের গর্জন শোনা যাচ্ছিল। সকাল সাড়ে ৭টা নাগাদ অঝোরে ঝরতে থাকে বৃষ্টি। আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় ঘুম থেকে উঠে অনেকেই এক অন্য রকম সকাল দেখছেন।

সকালে বৃষ্টির কারণে দৌড়াদৌড়ি পড়ে যায় রাস্তায় থাকা অফিসগামী যাত্রীদের। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। অনেকেই বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে যাচ্ছেন। আবার অনেককেই দেখা যাচ্ছে ছাতা মাথায় দিয়ে যেতে। কেউ আবার রিক্সায় বসে হুডি তুলে পলিথিনে ঢেকে নিয়েছেন কোমর থেকে নিচ পর্যন্ত।

হালকা বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। সেই সঙ্গে কিছুটা শীত আবারো নেমে এসেছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে