সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশ

সোমবার, মার্চ ২৩, ২০২০,১১:৪৬ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনা পরিস্থিতি মোকাবেলায় সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত ছাড়াও বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ, হাসপাতাল ও জরুরী সেবা ছাড়া বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল সরকারি অফিস-আদালত। 

এসময় মন্ত্রিপরিষদ সচিব জানান, সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে সরকারি অফিস-আদালতের পাশাপাশি।

ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে সার্বক্ষণিক খোলা রয়েছে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে