সংসদ সদস্য ডা. ইউনুস আলীর দ্বিতীয় জানাজা সম্পন্ন

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯,৮:৫৩ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলীর দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী রোববার (২৯ ডিসেম্বর) মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জানাজায় অংশ নেন অনেক সংসদ সদস্য।

জানাজা শেষে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানাজার জন্য নেয়া হবে। পরে তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ভাতগ্রাম এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। গত ২৭ ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউনুস আলী দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে